কাশিয়ানীতে এনজিও কর্মীর কাছ থেকে কিস্তির টাকা ছিনতাই এর চেষ্টা
গোপালগঞ্জের কাশিয়ানীতে আরিফুল ইসলাম(৩৬) নামের এক “প্রশিকা” এনজিও কর্মীর ঋন কালেকশনের টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৩০মিনিটের সময় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের সমসপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
আরিফুল ইসলাম কাশিয়ানী উপজেলার জয়নগর-২ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র(প্রশিকা) এর একজন মাঠ-কর্মী।
ভুক্তভোগী আরিফুল ইসলাম জানায়, প্রতি সপ্তাহের মত গ্রামের গ্রাহকদের বাড়ি ঘুরে আদায়কৃত কিস্তির টাকা নিয়ে অফিসে ফিরছিলেন। ফেরার পথে সমসপুর বুরো বাংলাদেশ মোড়ের পাশের রাস্তা অপরিচিত ৫-৬ জন ছিনতাইকারী তার গতি রোধকরে। প্রাণনাশের হুমকি দিয়ে জোর জবরদস্তি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং বেধড়ক মারধর করতে থাকে। আরিফুল ইসলাম বিষয়টি মোবাইল ফোনে অফিসে জানালে ব্রাঞ্চ ম্যানেজার জগন্নাথ বর্ধন ও অফিস স্টাফরা ততক্ষনে সেখানে উপস্থিত হন।
ব্রাঞ্চ ম্যানেজার জগন্নাথ বর্ধন বলেন, ফোন পাওয়ার সাথে সাথেই আমি আমার অফিস স্টাফসহ স্থানীয় কতিপয় লোক নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হই এবং মেহেদী হাসান(১৫) নামে এক যুবকসহ ৩জন’কে আটক করি। আটক কৃতদের পুলিশের হাতে দিতে চাইলে স্থানীয় এক লোক মেহেদী হাসান নামের ওই যুবক’কে চিনতে পারে এবং দিনের বেলায় শোনামেলা করে ফয়সালা করতে চাইলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
এদিকে আহত আরিফুলকে নিকটস্থ ফার্মেসিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানতে পারি মেহেদীসহ ওরা দলে মোট ৬ জন মুন্না সরদার,রিমন,পবিত্র, রোমান,শাহিন কাজী ছিলো। এই বিষয়ে স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ২৩ আগষ্ট শুক্রবার বেলা ৫টায় একটা শুনানির ব্যবস্থা করেছেন।
এই বিষয়টি প্রশিকা’র উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। শুক্রবার শোনানিতে ব্রাঞ্চ এর জোনাল ম্যানেজারও উপস্থিত থাকবেন বলে জানান।