স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন: টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ধারাবাহিক ভাবে সফলতার সাথে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে । গতকাল দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করেন ঝাওয়াইল ফুটবল একাদশ বনাম নাটোর ফুটবল একাদশ । ধনবাড়ী সরকারি কলেজ মাঠে কানায় কানায় পূর্ণ দর্শকের উপস্থিতিতে বিকেল চারটায় খেলা শুরু হয় । ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি কলেজ মাঠে দুই দল খেলোয়াড়ের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করে খেলা শুরুর শুভ সূচনা করেন । তিনি বলেন খেলাধুলা মানুষের মন এবং স্বাস্থ্যকে সুস্থ রাখে । চালাষ ক্রীড়া চক্রের খেলাধুলার এই বিশাল আয়োজন অন্যান্য সংগঠনের জন্য উদাহরণ হয়ে থাকবে ।
খেলাধুলার পাশাপাশি চালাষ ক্রীড়া চক্রের সকল সদস্যদের প্রতি তিনি সামাজিক সেবা মূলক কর্মকান্ড ব্যাপক ভাবে বৃদ্ধি করতে উৎসাহিত করেন । এসময় হাফেজ খাইরুল ইসলাম মুন্সির সাথে ছিলেন চালাষ ক্রীড়া চক্রের সভাপতি রোকনুজ্জামান রোকন, সম্পাদক আলমগীর হোসেন, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ, বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান , ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক রুবেল আহমেদ , সাংবাদিক তাসিন রহমান সহ চালাষ ক্রীড়া চক্রের সকল সদস্য । ফুটবল খেলার ফলাফল ঝাওয়াইল ফুটবল একাদশ গোল এবং নাটোর ফুটবল একাদশ গোল । অত্যন্ত সুষ্ঠ ভাবে চালাষ ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়ে আসছে । উল্লেখ্য চালাষ ক্রীড়া চক্র সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে এলাকার যুবসমাজকে ক্রীড়া মুখী করে থাকে ।