চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি. এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন: টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি. এর ধারাবাহিক খেলায় অদ্য ৮ নভেম্বর শুক্রবার বিকেলে টুর্নামেন্টের ৭ম ম্যাচ অনুষ্ঠিত হয় । ৭ম ম্যাচে অংশগ্রহন করে শরীফ মাষ্টার ফাউন্ডেশন ফুলবাড়িয়া, ময়মনসিংহ এবং ফুলকুচা ফুটবল একাডেমী , মেলান্দহ, জামালপুর । খেলা চলাকালীন মঞ্চে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, চালাষ ক্রীড়া চক্রের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ, কমিটির সদস্য বৃন্দ এবং সাধারণ সদস্য বৃন্দ । এসময় খেলার মাঠে উপচে পড়া দর্শক ছিল চোখে পড়ার মতো ।
চালাষ ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ৫ম ম্যাচের খেলাটি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি চালাষ ক্রীড়া চক্রের সকল সদস্যদের সঙ্গে মাঠে নেমে উভয় দলের খেলোয়াড়দের উপস্থিতিতে শুভ সূচনা করেন । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি. নিয়মিত মিডিয়ার বিভিন্ন মাধ্যমে প্রচার এবং প্রকাশ করে যাচ্ছে । চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আজকের খেলার ফলাফল শরীফ মাষ্টার ফাউন্ডেশন,ফুলবাড়িয়া, ময়মনসিংহ ০০, ফুলকুচা ফুটবল একাডেমী,মেলান্দহ , জামালপুর ০৩ । খেলা শেষে উভয় দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি,চালাষ ক্রীড়া চক্রের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ চালাষ ক্রীড়া চক্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ ।