চকবাজারে পলিথিন কারখানায় যৌথবাহিনীর অভিযান
রাজধানীর চকবাজারে অবৈধ পলিথিন কারখানায় পরিবেশ মন্ত্রণালয় ,পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছে। অভিযানের খবরে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যান মালিক পক্ষ। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারের কামালবাগ এলাকায় তিন তলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পলিথিন তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়। এদিকে যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যান কারখানার মালিক ও শ্রমিকরা। পরে অভিযান দল কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। কারখানাটির ভেতরে পলিথিন তৈরির সারিবদ্ধ বিদেশি মেশিন রয়েছে। এছাড়া ৪০ থেকে ৫০ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। এদিন কামালবাগ এলাকায় আরও তিনটি পলিথিন তৈরির বড় কারখানায় অভিযান চালানো হয়। ওই তিন কারখানার মালিকও অভিযানের খবর পেয়ে কারখানায় তালা দিয়ে চলে যান। সেই কারখানাগুলোতেও পলিথিন তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল পাওয়া যায় এবং পলিথিন জব্দ করা হয়। পরে কারখানা তিনটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও চারটি পলিথিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযান শেষে পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম রুবিনা ফেরদৌসী বলেন, চকবাজারের কামালবাগ এলাকায় চারটি পলিথিন ব্যাগ তৈরি করার কারখানায় অভিযান চালানো হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ আমাদের অভিযানের খবর আগেই পেয়ে যায়। তারা অভিযানের খবর পেয়ে কারখানাগুলোকে তালা দিয়ে সটকে পড়ে। পরে আমরা তালা ভেঙে কারখানাগুলোর ভেতরে প্রবেশ করি। পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করি। এছাড়া কারখানাগুলো সিলগালা করে দেই। বর্তমান সরকার পলিথিনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সে অনুযায়ী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন বন্ধ করতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।
More