স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান: গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত। ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কায় চালক নিহত, এতে আহত হয়েছেন ট্রাকের হেলপার।
রবিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিচু মাজড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়টি জাগত জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার: শেখ মোঃ ইমরান’কে নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসেম মজুমদার।
নিহত এক জনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাকাগামী ট্রাকটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে আশা কাশিয়ানী উপজেলার নিচু মাজড়া এলাকায় ঘন কুয়াশার ও তীব্র শীতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এ ঘটনা ঘটে। এতে ট্রাক ড্রাইভারের মৃত্যু ঘটে এবং গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার। আহতকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।