গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাসের ধাক্কায় কিনাই সরকার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বপন বিশ্বাস গুরুতর আহত হয়েছেন।
নিহত কিনাই সরকার সদর উপজেলার বোড়াশী দক্ষিণপাড়ার অভিমন্যু সরকারের ছেলে ও বোড়াশী দক্ষিণপাড়া দুর্গাপূজামণ্ডপে আনসারের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান জানান, মোটরসাইকেল চালক কিনাই সরকার বোড়াশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাসকে সাথে নিয়ে বোড়াশী থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী বেদগ্রামে যাচ্ছিলেন।
এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক ও আরোহী মারাত্মক আহত হয়।
এ কে এম হাসানুজ্জামান আরও বলেন, তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহসেনা কিনাই সরকারকে মৃত ঘোষণা করেন। আহত স্বপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত কিনাই সরকারের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।