স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল বাজারে বেসরকারী উন্নয়ন সংস্থা ফিউচার ড্রীম ফাউন্ডেশনের শুভ উদ্বোধন হয়েছে এবং ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, কম্বল ও কার্পেট প্রদান করা হয়েছে। সোমবার ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে সাজাইল বাজার স্কুল মার্কেটের দোতলায় ফিউচার ড্রীম ফাউন্ডেশনের অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, শফিকুল ইসলাম শাওন - চেয়ারম্যান ২ নং পারুলিয়া ইউনিয়ন পরিষদ, দেলোয়ার আহমেদ- প্রধান শিক্ষক সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়, হেমায়েত হোসেন - ফিউচার ড্রীম ফাউন্ডেশনের দাতা সদস্য, মোহাম্মাদ আলী সর্দার- সভাপতি সাজাইল বাজার কমিটি, প্রশান্ত কুমার মুখার্জী প্রধান শিক্ষক ( অব: ) - সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামান - সাবেক সভাপতি ম্যানেজিং কমিটি সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়, ফিউচার ড্রীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুর রহমান, সদস্য সচিব - মোহাম্মাদ আলী আজম ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ শীতার্ত ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ফিউচার ড্রীম ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা বৃত্তির নগদ টাকা , কম্বল ও কার্পেট তুলে দেন । ফিউচার ড্রীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুর রহমান এর সভাপতিত্বে ও নাজমুল হোসাইন জুয়েল , মোল্যা আনোয়ার ইব্রাহীমের উপস্থাপনায় সকাল ১০:৪০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১:৩০ মিনিটে সাজাইল বাজারব্যাপী র্যালি প্রদক্ষিনের পরে শেষ হয়। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা সমাজ ও জাতি গঠনের অন্যতম হাতিয়ার।ফিউচার ড্রীম ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের কে শিক্ষাবৃত্তি প্রদান করে লেখাপড়ার জন্য অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করবে । শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সমাজ সেবায় এগিয়ে আসবে এবং শিক্ষার্থীরা মাদকের শিকার থেকে দুরে থাকবে আশা ব্যক্ত করেন। এছাড়াও ফিউচার ড্রিম ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রশংসা করে অতিথিরা তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য ধন্যবাদ প্রদান করেন।