প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা; অভিযুক্ত গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্ষক মনোতোষ মধু (২৪)কে গ্রেফতার করছে র্যাব-৬।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকা থেকে আটক করে র্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ চেষ্টার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
র্যাব জানায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের নির্যাতনের শিকার ওই শিশু মা ৩ বছর আগে মারা যায়। মা মারা যাওয়ার পর বাবার সঙ্গে বসবাস করতো সে। গত ৪ অক্টোবর রাতে তার বাবা পার্শ্ববর্তী চায়ের দোকানে গেলে ঘরে একা পেয়ে একই গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে ইজিবাইকচালক মনোতোষ মধু মুখ চেপে ধরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে ধর্ষক শিশুটির নাক-মুখ হাত দিয়ে আটকে ধরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এসময় শিশুটি অজ্ঞান হয়ে গেলে আসামি মনোতোষ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে গত ৮ অক্টোবর কোটালীপাড়া থানায় মামলা করেন।
আসামি মনোতোষকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানাগেছে।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.