1. admin@dainikgonosongbad.com : admin : Dr. Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : Golam Azom Monir : Golam Azom Monir
  3. sabuj24news@gmail.com : G m Sabuj : G m Sabuj
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ কাশিয়ানীতে চিকিৎসার নামে প্রতারনা জরিমানা ১০ হাজার টাকা ঢাকা সাভারে নিখোঁজের চার দিন পর নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ ক্রন্দসী ডান্স একাডেমীর ২তম বাৎসরিক অনুষ্ঠান ২০২৪, রোটারী সদনে অনুষ্ঠিত হলো ময়মনসিংহে হিফযুল কোরআন প্রতিযোগিতায় রেঞ্জ ডিআইজি টঙ্গী ইজতেমায় হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ অনুষ্ঠান সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত ঢাকা সাভার আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে ডাকাতি, লক্ষাধিক টাকা লুট

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন

দৈনিক গণসংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪১ বার পঠিত

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন

শেখ মোঃ ইমরান স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জে র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিআরটিএ ও সওজ -এর যৌথ আয়োজনে এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় । উক্ত র‍্যালীতে সকল শ্রেণি- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন।

এছাড়াও গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুম সিকদার, গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, জেলা ট্রাক ও ট্রাঙ্ক লরি চালক সমিতির সভাপতি আল – আমিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, সিনিয়র সাংবাদিক শেখ মোস্তফা জামান প্রমুখ নিরাপদ সড়ক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাসেল মুন্সী, শপথ বৈরাগী, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ- বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হালিম খান, রেফাতুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, মেহেদী হাসান, সুমন কর্মকার, সাজ্জাতুল ইসলাম, করিম আলী খান, হাফিজ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ-বাস-মিনিবাস ও মাইক্রোবাসের চালকগণ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় নিরাপদ সড়ক -২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি চালকদেরকে নিয়ন্ত্রিত গতিতে যানবাহন পরিচালনা, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, চালকদের নিয়মিত বিশ্রাম নিশ্চিত করা, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর কেবল বৈধ লাইসেন্স প্রদান করা, ঢাকা – খুলনা মহাসড়ক সংলগ্ন ৭ মার্চ চত্বর প্রশস্ত করনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ওই স্থানকে টিক-টকার ও বাইকার রেস মুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এবং অভিভাবকদেরকে তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকে মোটরসাইকেল না কিনে দেওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি নিরাপদ ও দূষণমুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর