স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ পলিথিন সহ একজনকে আটক করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।
২৮ নভেম্বর(বৃহস্পতিবার) দুপুর ২ টার সময় উপজেলাধীন নিচু-মাজড়া এলাকায় ঢাকা-খুলানা মহাসড়কে হাইওয়ে থানা পুলিশের নিয়মিত টহল অনুযায়ী অবৈধ যানচলাচল তল্লাশির সময় সুজন নামের এক ব্যক্তিকে ৬ বস্তা অবৈধ পলিথিন সহ আটক করা হয়েছে। পরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা ও অবৈধ্য পলিথিন জব্দ করা হয়।
এ সময় কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মুনমুন পাল ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল হাসেম উপস্থিত ছিলেন।
আটকৃত সুজন গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের মৃত.জাবেদ আলীর ছেলে ।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবুল হাসেম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মত ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-খুলনা মহাসড়কের নিচু-মাজড়া অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নিষিদ্ধ ৬ বস্তায় ৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত সুজনকে ১০ হাজার টাকা জরিমান ও জব্দকৃত পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।