প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ আহত ২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ আহত ২৫
আজ রোববার সকাল ৭টা ৩০মিনিটের সময় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি।
তিনি জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন বাসযাত্রী নিহত হন ও ২৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.