প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ৩:১৬ অপরাহ্ণ
গফরগাঁওয়ে জেলা বিএনপির নবগঠিত কমিটি গঠনে পৌর বিএনপির আনন্দ মিছিল
গফরগাঁওয়ে জেলা বিএনপির নবগঠিত কমিটি গঠনে পৌর বিএনপির আনন্দ মিছিল
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গফরগাঁও পৌর বিএনপি ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। গত ৪ নভেম্বর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তিতে তিন সদস্যের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আহবায়ক হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু,যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার বিকেলে গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজিত মিছিলে নানা পোস্টার, ফেস্টুন নিয়ে স্হানীয় মিনি স্টেডিয়াম থেকে পৌর বিএনপি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ আনন্দ মিছিল অংশ করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মাহিবুর রহমান নাসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী,সাবেক পাগলা থানা বিএনপির সদস্য আরিফুল ইসলাম সজীব, জেলা যুবদলের সহ সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক সাইফুল ইসলাম,সাবেক পৌর বিএনপির সদস্য ওয়ালিউল্লাহ খন্দকার সুশান, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক,পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল আলম পাপ্পু প্রমুখ বক্তব্য রাখেন।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.