নেত্রকোণার খালিয়াজুরীতে জাহেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ ছেলের হাতে খুন হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের নেপসিয়া গ্রামের দক্ষিণপাড়া নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকার সময় তার ছেলে জুয়েল মিয়ার (২৮) লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জানা যায়, জুয়েল মিয়া তার বাবার কাছে কিছু টাকা চাইলে, তিনি পরে দিবে বলেন। একথা বলার সাথে সাথে জুয়েল মিয়ার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বাবার মাথা আঘাত করিলে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী জানায়, ছেলেটি মাতাল ও নেশাগ্রস্ত ছিল।
এ বিষয়ে খালিয়াজুরি থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, আমি খবর পেয়ে, লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সিরাজুল হককে নির্দেশ করলে, তিনি পুলিশ নিয়ে জুয়েল মিয়াকে আটক করেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।