মাহাবুব সুলতান, স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড় দৃষ্টিকোণ চক্ষু হসপিটালের পঞ্চম শাখা উদ্বোধন করা হয়েছে । আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলার লেকপার এনামুল মোল্লার বাড়িতে দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের এই নতুন শাখার উদ্বোধন করা হয় ।
দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার শাহজাহান সিরাজ এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য) ডিও , চক্ষু ফেলো ইন ব্লু কমা এন্ড ফেকো সার্জন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম বলেন, আমাদের এই হসপিটাল ২০১৪ সাল থেকে কার্যক্রম শুরু করা হয়। কোটালীপাড়ায় এই শাখাটি নিয়ে আমাদের পাঁচটি শাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী অসহায় সহ সকল ধরনের চক্ষু রোগীর সেবা প্রদান করে আসছে।
আমাদের এই দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার চোখের যাবতীয় রোগের অপারেশন করা হবে।
উল্লেখ্য আমাদের এই কোটালীপাড়ায় কার্যক্রম শুরুর মধ্য দিয়ে একটি বার্তা জনগণের সামনে তুলে ধরতে চাই, যদি কোন গরিব ও অসহায় রোগী আমাদের এখানে আসে তাহলে আমাদের এই হাসপাতাল থেকে বিনামূল্যে তাহার সকল প্রকার চোখের চিকিৎসা করে দেওয়ার অঙ্গীকার করছি।
পরে মিলাদ দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এ দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়।