শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ইউনাইটেড মডেল কলেজ এর অধ্যক্ষ নাজমুছ সাহাদাৎ আজাদী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা জেলা কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। ২৩ নভেম্বর শনিবার বেলা ৩ ঘটিকায় ইউনাইটেড মডেল কলেজ এর ৪তলা সন্মেলন কক্ষে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২২/১১/২০২৪ তারিখ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ইউনাইটেড মডেল কলেজ অধ্যক্ষ নাজমুছ সাহাদাৎ আজাদী (সাতক্ষীরা),মহাসচিব অধ্যক্ষ মনিমুল হক(নওগাঁ), যুগ্ন মহাসচিব অধ্যক্ষ বাকী বিল্লাহ(নেত্রকোনা),সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মামুন সিরাজুল কাদের (নেত্রকোনা) ও সহ- সাহিত্য বিষয়ক সম্পাদক প্রভাষক তাসলিমা খাতুন( সাতক্ষীরা) সহ ১৩৫ সদস্য করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় । নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির নবগঠিত সভাপতি অধ্যক্ষ নাজমুছ সাহাদাৎ আজাদীকে ফুলেল শুভেচ্ছা জানান, সাতক্ষীরা জেলা শাখা কমিটির সভাপতি হাসিবুল ইসলাম, সাধারণত সম্পাদক গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল, সহ-সভাপতি যথাক্রমে আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, অহিদুজ্জামান, সহ- সম্পাদক কবির উদ্দিন বিশ্বাস,অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক মহাসিন কবির সহ ৪৬ জন কার্যনির্বাহী কমিটির সদস্যরা।