রেজুয়ান হাসান জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করেছে। সকালে কেন্দুয়া-আটপাড়া এলাকার মনোনয়নপ্রত্যাশী ও জনগণের নেতা রুটানিয়ান এমএ নাজমুল হাসানের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোমান মিয়া, রবিন মিয়া, যুবদল নেতা এমদাদুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য এনামুল হক সাগরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের একজন অন্যতম নেতা এবং জাতির এক বিপ্লবী প্রেরণা। তাঁরা বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা নিয়ে আলোকপাত করেন।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশের সার্বিক সংকট নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলন অপরিহার্য। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বাধীনতার চেতনা রক্ষায় শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।