রেজুয়ান হাসান জয়, নেত্রকোনা প্রতিনিধিঃ কেন্দুয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক বনানী বিশ্বাসঃ সম্প্রীতি বজায় রাখার আহবান
নেত্রকোনা জেলাপ্রশাসক বনানী বিশ্বাস কেন্দুয়া উপজেলা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
৮অক্টোবর) মঙ্গলবার বিকালে কেন্দুয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ ও দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
কেন্দুয়া পৌরসভাধীন কান্দিউড়া গ্রামের সাহাপাড়া দুর্গামন্দির,কেন্দুয়া বাজার মন্দির,
সাজিউড়া দেবমন্দির, আদমপুর দুর্গামন্দির ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও দুর্গামন্দির পরিদর্শন করেছেন তিনি ।
বনানী বিশ্বাস বলেন- যে কোন মূল্যে পূজা মণ্ডপ গুলো রক্ষা করা হবে এটা আপনার আমার, পূজামণ্ডপে কোন ধরনের বিশৃংখলা হলে তাৎক্ষণিক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে দমন করবে।
জেলা প্রশাসকের সাথে ছিলেন পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ নেত্রকোনা, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সূত্র: নেত্রকোনা জেলা প্রশাসক।