কিশোরগঞ্জ কটিয়াদীতে বিল থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদীতে খুশনাহার( ৪৫)এক নারীর হাত- পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ১১ই ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া মেছুয়া বিল সংলগ্ন স্মশানের পাশে একটি ডুবা থেকে উল্লেখিত নারীর মৃতদেহ উদ্ধার করে গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহত খুশনাহার বেগম অত্র উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া গ্রামের মৃত সামসু মিয়ার মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায় প্রায় ২৫ বছর পূর্বে খুশনাহার বেগম তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামীর সংসার ত্যাগ করে তার পিতার বাড়িতেই বসবাস করতেন।মঙ্গলবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ।
পরদিন অর্থাৎ গতকাল বুধবার বিকেলে এলাকার কিছু লোকজন মেছুয়া বিলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কটিয়াদী মডেল থানা কে খবর দিলে থানা কর্তৃপক্ষ গচিহাটা তদন্ত কেন্দ্রকে অবহিত করে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য বলেন।তখন জরুরী ভিত্তিতে গচিহাঁটা তদন্ত কেন্দ্রের আইসি আখতারু জ্জামান কয়েকজন পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ভাসমান মরদেহটি উদ্ধার করে।এ ব্যাপারে আইসি আক্তারুজ্জামান বলেন সম্ভবত তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উক্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আরজু মিয়া তার ছেলে আফজল ও ভাতিজা মিলনকে আটক করা হয়।তিনি আর ও জানান লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি,তবে মামলা দায়ের করার জন্য প্রস্তুতি চলছে বলে জানা গেছে।