শেখ মোঃ ইমরান, স্টার্ফ রিপোর্টারঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেডে উন্নিত করন ও বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা মানববন্ধন ও স্বারকলিপি পেশ করেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কাশিয়ানী উপজেলা শাখার ব্যানারে গতকাল সোমবার ০৭ অক্টোবর বিকাল সাড়ে চারটায় উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি পেশ করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান জিহাদ ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮৩২ জন সহকারি শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেয়। এ সময়ে শিক্ষকদের দাবীর স্বপক্ষে বক্তব্য রাখেন, সৈয়দ মনিরুল হাসান, মোঃ নাসিবুর রহমান মোল্যা, মোঃ ইব্রাহিম মুন্সী, মোঃ ওবায়দুর রহমান, মোঃ বাহাউদ্দিন মৃধা, এলিদা পারভিন, মোঃ রুবেল হোসেন, সপ্তা ভট্টাচার্য, পলাশ বিশ্বাস প্রমুখ।