গোপালগঞ্জের কাশিয়ানীতে চিকিৎসার নামে প্রতারণা এবং ভুয়া হোমিওপ্যাথির ডাক্তার মোঃ শহিদুল ইসলাম মারুফ কে ১০ হাজার টাকা জরিমানা করে গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সরকারি পরিচালক মোঃ শামীম হাসান। ( ২২ ডিসেম্বর) রবিবার দুপুর ১২ টার সময় কাশিয়ানী থানাধীন মহেশপুর ইউনিয়নের বাথানডাঙ্গা বাজারের হোমিওপ্যাথিক ডাক্তার মোঃ শহিদুল ইসলামের মারুফ এর হোমিওপ্যাথিক ঔষধের দোকানে এ অভিযান চালানো হয়। এ অভিযানে গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ শামীম হাসান অভিযান চালিয়ে নকল ঔষধ তৈরি ও বোতলের গায়ে বি এস টি আই সীল বিহিন ব্যক্তিগতভাবে ঔষধের বোতলের গায়ে লেবেল বা মোড়ক জাত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে নকল ওষুধ তৈরি ও মোড়ক জাত না করার অঙ্গীকার ও হোমিওপ্যাথিক কাউন্সিলের নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশ প্রদান করেন তিনি।
এ অভিজান চলাকালীন সময়ে বাথানডাঙ্গা বাজারের ব্যবসায়ী ওবায়দুর মোল্লা বলেন ভুয়া ডাক্তার মোঃ শহিদুল ইসলাম মারুফ দীর্ঘদিন তার নামের পাশে ডাক্তার শব্দটি ব্যবহার করে আসছেন, তার কাছে চিকিৎসা নিয়ে কেউ ভালো তো হয়ই না উল্টা আরো হয়রানি শিকার হন। এ ভুয়া ডাক্তারের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। এবং এ বিষয়টি বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিলের রেজিস্টার জনাব ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম এর কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে। তিনি বলেন বাংলাদেশ সরকার অনুমোদিত হোমিওপ্যাথিক একাডেমিক ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সের নাম – বি এইচ এম এস এবং ডি এইচ এম এস এ দুটির যে কোন একটি সনদ থাকলে সে পদবি নামের পাশে লিখতে পারবেন। ডাক্তার মোঃ শহিদুল ইসলাম মারুফ নামে যে ব্যক্তি সনদ ও ভিজিটিং কার্ড বানিয়েছেন এসব ডিগ্রি/ডিপ্লোমা সনদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত সনদ বা ডিগ্রি না। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কিংবা কাউন্সিল হতে ইস্যুকৃত নয়। সে সরকার অনুমোদিত কোন ডাক্তার নয় একজন ভুয়া ডাক্তার।