শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের পূর্বনলতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহর আলী বিশ্বাস (৭২) আর নেই। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ১মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বাদ যোহর পূর্বনলতা বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের উপস্থিতিতে উপপরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ মরহুম মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।