শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি : সারা দেশের ন্যায় পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীদের (১০ থেকে ১৪ বছরের মেয়েদের) যৌনবাহিত রোগ নিরাময়ের জন্য প্রতিষেধক টীকা এইচপিভি (হিউম্যান প্যাভিলোমা ভাইরাস) প্রদান করা হচ্ছে। কালিগঞ্জের ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে (২৪ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১ টায় এ টীকাদান কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল কবীর।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সদর হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান মশিউর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহান ও স্বাস্থ্য সহকারী মীর নাহিদুল ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের ১৫৫ ছাত্রীকে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।