কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে পেশাজীবী সমাবেশ
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পেশাজীবী সমাবেশ শনিবার (২৩ নভেম্বর) বিকেলে দলটির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মোশারফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সেক্রেটারি মোস্তফা আসাদুজ্জামান। সমাবেশে জেলা শুরা সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল ওহাব সিদ্দিকীসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশন: সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।