কালিগঞ্জে আটদলীয় ফুটবল টুর্নামেন্টে আশাশুনির মহিষকুড় সূর্য্যসৈনিক ক্লাব চ্যাম্পিয়ন
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কালিগঞ্জে আট দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৩ডিসেম্বর) বিকেলে নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। লক্ষ টাকার এ টুর্নামেন্টের ফাইনালে আশাশুনির মহিষকুড় সূর্যসৈনিক ক্লাব ও হাজীপুর ইয়াং স্টার ক্লাব মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলার প্রথমার্ধে মহিষকুড় সূর্য্য সৈনিক ক্লাবের ১০নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় চিপস গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে হাজীপুর ইয়ংস্টার ক্লাবের ৭নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ গোল করলে খেলায় সমতা আসে। নির্দ্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে পরবর্তীতে টাইব্রেকারে মহিষকুড় সূর্য্যসৈনিক ক্লাব ৪-২ গোলের ব্যবধানে হাজীপুর ইয়াং স্টারকে পরাজিত করে জিতে নেন চ্যাম্পিয়ন ট্রফি।
হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, মঞ্জুর এলাহী বাবু ও মেহেদী হাসান বাবু। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের চিপস ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন হাজীপুর ইয়ং স্টার ক্লাবের খেলোয়াড় ইব্রাহিম। খেলা শেষে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল ইসলাম, নলতা রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খোকন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বিএনপি নেতা মিলন কুমার, কাজী আলাউদ্দীন কলেজের প্রভাষক আব্দুল হামিদ, নলতার এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, ইন্দ্রনগরের আব্দুস সবুর গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।