১৪ই অক্টোবর সোমবার, বাঙ্গালীদের বড় উৎসব দুর্গাপুজো, দুর্গো পুজোতে মেতে উঠেছিল বিভিন্ন পূজো উদ্যোক্তা থেকে শুরু করে ,সমস্ত বাঙালীরা,
আর সেই দেবী দুর্গাকে অশ্রু ভরা চোখে বিদায় দিতে হচ্ছে ক্লাব উদ্যোক্তাদের এবং ক্লাবের মহিলাদের। তারা দেবী দুর্গার কাছে একটাই বর প্রার্থনা চাইছেন, আবার আসছে বছর আসো মা, প্রতিবছর তোমার অপেক্ষায় রইলাম আমরা।
বিভিন্ন ক্লাব থেকে সারিবদ্ধ ভাবে প্রতিমা এসে উপস্থিত হয়েছে বাজে প্রতাপ ঘাটে, যে স্থানটিকে আমরা বাবুঘাট বলে থাকি, ক্লাব কর্তৃপক্ষরা এক এক করে প্রতিমা শান্তি-শৃঙ্খলা ভাবে বিসর্জন করছেন। যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে, প্রশাসনিক তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, কেউ যেন জলে না নামে,
অন্যদিকে ঘাটে মোতায়ন করা হয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেএম সির কর্মচারীদের, সতর্ক দৃষ্টিতে নজর রাখছেন এবং ঘাটের ঠিক দূরে টহলদারি পুলিশ নজরদারি রাখছে , যাতে কেউ না জলে নামে বা কোন দুর্ঘটনা না ঘটায়।
উপস্থিত রাখা হয়েছে বুলডোজার, ক্রেন ও অন্যান্য সামগ্রী,
প্রতিমা জলে ফেলার সাথে সাথে কে এম সি লোকেরা প্রতিমাকে ক্রেনের সাহায্যে পারে তুলে ফেলার চেষ্টা করছেন, সেগুলি গাড়িতে করে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে জমা করছেন।, যাতে কোনভাবে গঙ্গা দূষণ না হয়, জল নষ্ট না হয়, তাই প্রতিবছরের ন্যায় এবছরও কেএম সির লোক দায়িত্ব সহকারে কাজ করে চলেছেন।
ক্লাবের উদ্যোক্তারাও বাজনা বাদিসহকারে এবং উল্লাস করতে করতে প্রতিমা বিসর্জন দিয়ে ফিরে যাচ্ছেন, একটাই আওয়াজ আসছে বছর আবার হবে, মা আমাদের আসবে ফিরে।