প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ
কমিটি বানিজ্য ও জিসাসের সম্মান ক্ষুন্ন করায় ইভাকে জিসাস থেকে বহিষ্কার
কমিটি বানিজ্য ও জিসাসের সম্মান ক্ষুন্ন করায় ইভাকে জিসাস থেকে বহিষ্কার
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: চারিত্রিক কেলেঙ্কারির তথ্য জৈনক সিয়ামের সাথে অবৈধভাবে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে জিসাসের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাসেম রানার সম্মান ক্ষুন্ন করা এবং কমিটি বাণিজ্যের নামে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে সংগ্রহ ও আত্মসাৎ করা সহ সর্বোপরি সাংগঠনিক নিয়ম ও সিদ্ধান্ত ভঙ্গ করার কারণে নাহিদ গুলনার ইভাকে জিসাস কেন্দ্রীয় কমিটির সকল পদ ও প্রাথমিক সদস্য হতে বহিস্কার করা হয়েছে।
সোমবার(২ ডিসেম্বর)এ বহিষ্কার আদেশ জারি করেন,জিসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ মতিয়র রহমান ডিজেল ও সদস্য সচিব মো.নুরুজ্জামান। এমতাবস্থায় জিসাস কেন্দ্রীয় কমিটির সকল মহানগর,জেলা ও উপজেলা কমিটির সর্বস্তরের নেতাকর্মীগণকে আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করার জন্যে অনুরোধনকরা হইল।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.