কচুর পাতা আর লতা খাইতে আতাফাতা।
ঠাণ্ডা অইলে ধরে গলা তাই করি না হেলাফেলা।
সব কাজ ফেলি গরম গরম গিলি।
কতা এক্কান হাছা লগে ইলিশ কিংবা ইছা।
চেফার সাথে যায় মজা কইরা খায়।
পাতা দিয়া পুলি খাইতে নাহি ভুলি।
যদি বানায় বড়া খাই কড়কড়া।
দেখতে রই মাছের পেডি খাই আর হাতখানি চাডি।
সবাই কি হুনছুইন? রাখছি অনেক বিছুন।
লাগলে সাড়া দিয়েন যত লাগে নিয়েন।