মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিবিএমসি মেডিকেল কলেজ হাসপাতাল এর অধ্যাপক ডাঃ মহাম্মদ নাসির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে আমেলা ২০২৫/২৬ সেশনে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
স্বনামধন্য চিকিৎসক ও গণ মানুষের নেতা জাতীয় সংসদ সদস্য পদে ময়মনসিংহ ৪ সদর আসনে একাধিকবার নির্বাচনের অংশ গ্রহন করে প্রতিদ্বন্দ্বিতায় করেন। এখানে উল্লেখ্য য়ে ১১ডিসেম্বর ২০২৪ইং রাজধানীর গুলিস্থানে হোটেল ইম্পেরিয়াল এ কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় ১১সদস্য প্রেসিডিয়াম,১৫সদস্য উপদেষ্টা পরিষদও ৫১সদস্য মজলিসে আমেলা ঘোষণা করা হয়েছে.।