প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৩:২৩ অপরাহ্ণ
আসুন প্রাণের লামার পর্যটন শিল্পকে বিকশিত করি
আসুন প্রাণের লামার পর্যটন শিল্পকে বিকশিত করি
মো:শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলায় পর্যটন শিল্পে পিছিয়ে পড়া লামা উপজেলা যখন একঝাঁক তরুণদের অক্লান্ত শ্রমে ধীরে ধীরে পর্যটন শিল্পে বিকশিত হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্হ থেকে পর্যটকরা ছুটে আসছে ঠিক তখনি কিছু স্বার্থন্বেষী মহল কিছু কিছু সংবাদমাধ্যমের মাধ্যমে ভূল,মিথ্যে,বানোয়াট তথ্য দিয়ে লামার সুনাম ধ্বংশ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা চায়না লামার পর্যটন শিল্প আরো প্রসারিত হোক,দেশে বিদেশে লামার সুনাম ছড়িয়ে পড়ুক।
সম্প্রতি লামায় পৌরসভা,অনন্যা রিসোর্ট,মিরিন্জা ভ্যালী,সুখিয়া পাহাড়-দুখিয়া পাহাড় সহ আরো কয়েকটি পর্যটন স্হানে দেশের বিভিন্ন প্রান্হ থেকে প্রতিদিন শত শত পর্যটক আসার কারনে লামার ব্যবসা বানিজ্য প্রসারিত হচ্ছে,বেকার যুবকদের কর্মসংস্হান সৃষ্টি হয়েছে।এটি অবশ্যই ইতিবাচক দিক,আমাদের জন্য শুভবারতা। সম্প্রতি বিভন্ন সংবাদ মাধ্যমে লামা মিরিন্জা ভ্যালির প্রথম স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমান জিয়াকে নিয়ে যে মিথ্যে মনগড়া ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে সেটি দুঃখজনক।প্রকাশিত সংবাদটি লামার একজন নাগরিক হিসেবে মেনে নিতে পারছিনা।আমরা যারা সংবাদকর্মি আমাদের উচিৎ লামাকে, লামার পর্যটন শিল্পকে ব্রান্ডিং করা।আর আমরা যদি উদ্যোক্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাই সেটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করি,এতে আর কেউ লামাকে নবরুপে সাজাতে উৎসাহ হারিয়ে ফেলবে। আসুন সারাবিশ্বে লামাকে চেনাতে,লামার প্রাকৃতিক সৌন্দর্য বিকশিত করতে একযোগে কাজ করি। লামার পর্যটন শিল্পকে বিকশিত করি।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.