প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ২:৫২ অপরাহ্ণ
আশাশুনির প্রতাপনগর ইউপি থেকে কুঁড়িকাহুনিয়া গামী রাস্তায় বাঁশের সাঁকো নির্মানের ঘোষণা
আশাশুনির প্রতাপনগর ইউপি থেকে কুঁড়িকাহুনিয়া গামী রাস্তায় বাঁশের সাঁকো নির্মানের ঘোষণা
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ফুলতলা বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনে হয়ে কুঁড়িকাহুনিয়া গাজী বাড়ি কাঁঠালতলা ভাঙ্গন স্থানে বাঁশের সাঁকো নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষদের সামনে দিয়ে কুঁড়িকাহুনিয়া ক্লোজার, সোনাতনকাটি, নাকনা ও গোকুল নগর গ্রামের মানুষের যাতায়াতের জন্য ইটের সোলিং রাস্তা ছিল। রাস্তাটি আম্ফানের ঝড়ের সময় পানির তোড়ে বিধ্বস্ত হয়। ফলে ভাঙ্গন স্থানের প্রায় ৩০ টি পরিবারের বাড়িঘর, ভিটেমাটি, পারিবারিক কবরস্থান বিলিন হয়ে যায়। পরিবারগুলো তাদের সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে। তাদের অনেকেই এখনো বসবাসের ঠাঁই খুজে পায়নি। পাশাপাশি রাস্তা ভেঙ্গে যাওয়ায় ওই এলাকার শত শত মানুষের যাতয়াতের পথ নষ্ট হয়ে যায় ও বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে।
এ ব্যাপারে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে জনদুর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ সিদ্ধান্ত হয। নির্মান স্থান নির্ণয় করতে এলাকা পরিদর্শনে যান ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী, ইউনিয়ন বিএনপির সভাপতি স,ম আক্তারুজ্জামান, উপজেলা জামায়াতের সুরা কর্ম পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ পরিষদের সম্পাদক মাওঃ রিয়াসাত আলী সরদার, কুঁড়িকাহুনিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওঃ আদম শফিউল্লাহ, ইউপি সদস্য সোহারাব হোসেন, কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিয়ার রহমান, যুবদলের আহ্বায়ক কেরামত আলী মোড়ল, যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মোড়ল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক গাজী, তালতলা বাজারের ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, যুগ্ম-আহ্বায়ক গাজী এমদাদুল প্রমুখ।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.