প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
আশাশুনিতে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত
আশাশুনিতে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামাতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর।
অন্যান্যের মধ্যে উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মাওঃ আব্দুল বারী, শাহ অহিদুজ্জাম শাহীন, বাইতুল মাল সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাদ আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আতাউর রহমান, আফসার উদ্দিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহাজান আলী, যুব বিভাগ সভাপতি ডাক্তার রোকনুজ্জামানসহ উপজেলার ১১টা ইউনিয়নের পুরুষ ও মহিলা সদস্য উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.