ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস আকরাম হোসেন, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশীদ, সাবেক পৌর মেয়র সাইফুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সমকালের ষ্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, প্রভাষক মুরাদ হোসেন তালুকদার, জাগো নিউজের ফরিদপুর প্রতিনিধি এন কে বি নয়ন, বাংলা নিউজের ফরিদপুর প্রতিনিধি হারুন-অর-রশিদ, নগরকান্দা প্রেসক্লাবের সহসভাপতি বেলায়েত হোসেন লিটন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, কাশিয়ানী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফায়েকুজ্জামান, সমকালের বোয়ালমারী প্রতিনিধি কাজী আমীন, সমকালের লোহাগড়া প্রতিনিধি রেজাউল করিম, বোয়ালমারী বার্তার প্রকাশক ও সম্পাদক এ্যাড. কোরবান আলী, আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, সিনিয়র সাংবাদিক খান আসাদুজ্জামান টুনু, শাহজাহান হেলাল, আলফাডাঙ্গা প্রেস আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
ক্লাবের সহ সভাপতি তাজমিনুর রহমান তুহিন ও কামুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুভাস চন্দ্র বিশ্বাস, সবেক অধ্যক্ষ মনিরুল হক শিকদার,আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মজিবর রহমান, প্রভাষক মাহিদুল হক, প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, মাই টিভির ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি, যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিংকন সরদার, ফরিদপুরের সমকাল প্রতিনিধি সাইদুল ইসলাম শাকিল, সমকালের সালথা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।