প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ২:৪৮ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
আলফাডাঙ্গায় শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
গোলাম আজম মনির, নিজস্ব প্রতিবেদক: ২৮ অক্টোবর ২০০৬ সালের শহীদদের স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৮ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় আলফাডাঙ্গা আছাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাইপাস সড়কে জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামাল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জামায়াতে ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, ফরিদপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী। আলফাডাঙ্গা পৌর জামাতের সভাপতি প্রভাষক মোঃ ওয়াহিদুল ইসলাম ও উপজেলা জামাতের সেক্রেটারী এস এম হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মোঃ শাহাবুদ্দিন, নায়েবে আমির মাওলানা আবুল হাসান, উপজেলা জামাতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা এস এম রিদুআনুন্নবী, সহকারি সেক্রেটারি মাওলানা নিজামুদ্দিন, পৌরসভা শাখার সেক্রেটারি মো: মিকাইল হোসেন, মাও: হোসাইন আহমেদ, মাও: আব্দুর রহমান, মাও: হুমায়ুন কবির, মাও:আব্দুল কুদ্দুস, মাও: সিদ্দিকুর রহমান, মাও: শামসুল আলম, মাওঃ নিজাম উদ্দিন, প্রভাষক মুরাদ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,২৮ অক্টোবর ২০০৬ সালে আজকের এই দিনে পল্টন ময়দানে আওয়ামী লীগের নেতারা পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়ে লগি-বইঠা দিয়ে জামায়াত-শিবিরে নেতাদের পিটিয়ে নির্মমভাবে চারজন ভাইকে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল। ২৮ অক্টোবরসহ বিগত দিনে জামায়াত-শিবিরের উপর যে নির্যাতন হয়েছিল তার ন্যায় বিচার করতে হবে। আমরা কোন সংহিস প্রতিশোধ নিব না। ইসলামের বিপ্লবের মাধ্যমে এই পল্টন হত্যার বদলা নেয়া হবে ইনশাআল্লাহ। সমাবেশে আলফাডাঙ্গসহ পার্শ্ববর্তী অঞ্চলের জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.