শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে আনার দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।১২ আগষ্ট সোমবার বিকাল ৪ টায় আলফাডাঙ্গা আওয়ামীলীগের দলীয় কার্যলয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা প্রদক্ষিন শেষে বাজার চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করে।
আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামিলীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্ব ও উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনে। বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সোজা, সহ সভাপতি আশরাফ উদ্দিন তারা, সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান, সাধারন সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তার শেখ হাসিনা না ফেরা পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না বলে সপথ গ্রহন করেন। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কৃষকলীগের আহবায়ক সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো, পৌর সভাপতি রায়হান আজিজ খান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাজিব, নওফেল আহমেদ প্রমুখ।