আলফাডাঙ্গায় বিএনপি’র সংবাদ সম্মেলন
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর শনিবার বিকালে আলফাডাঙ্গা উপজেলা রোড বিএনপির অস্থায়ী কর্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাসের আহবানে পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব নূর জামাল খসরু। লিখিত বক্তব্যে নুর জামাল খসরু বলেন খন্দকার নাসিরুল ইসলাম এর বিরুদ্ধে সংবদ সম্মেলনে কথিত সৈয়দ টুটুলকে ও সৈয়দ হাবিবুর রহমানকে মারপিটের বিষয় খন্দকার নাসিরুল ইসলামের জড়িত থাকার বিষয়ে উল্লেখ করেছেন।
মারপিটের ঘটনায় নাসিরুল ইসলামের জড়িত থাকার কোন প্রশ্নই নাই কারন তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন যদি টুটুলকে কেউ মেরে থাকে তাহলে সাতৈর গোরস্থান কমিটির বিষয় তাহাকে কমিটিতে না রাখার জন্য ক্ষিপ্ত হয়ে কমিটির লোকদের কে গালীগালাজ করার কারণে কমিটির লোক যদি কিছু করে থাকে এর জন্য বি.এন.পির কেউ দায়ী না। আর সৈয়দ হাবিবুর রহমানকে মারার বিষয় বি.এন.পির কোন নেতাকর্মী জড়িত নয় মাদক ব্যাবসাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন তাকে মারলে ও মারতে পারে উক্ত হাবিবুর রহমানের নামে একাধিক মাদকের মামলা আছে মাদকাসক্ত কোন ব্যাক্তিকে নিয়ে সংবাদ সম্মেলন করা রাজনৈতিক নেতার পরিচয় বহন করে না খন্দকার নাসিরুল ইসলামের জনপ্রিয়তায় ভিত হয়ে নিজেদের বি.এন.এম এর গন্ধদূর করতে খন্দকার নাসিরুল ইসলামের নামে মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পবিত্র মাহে রমজানের দোয়া অনুষ্ঠানে কারা জনাব তারেক রহমানের ভার্চুয়াল ভাষন আওয়ামীলীগের সংসদ সদস্যকে দিয়ে বন্ধ করিয়েছিলেন তাহা বি.এন.পির নেতা কর্মীরা জানেন।
তাছাড়া জনাব তারেক রহমানের সাথে খন্দকার নাসিরুল ইসলামের যুগল ছবি দেখে ঈর্ষানিত হয়ে আবোল তাবোল বক্তব্য দিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে। খন্দাকার নাসিরুল ইসলামের নামে যে অভিযোগ করা হইয়াছে তাহার কোন সত্যতা নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব গন খন্দকার নাসিরুল ইসলামকে ভালোভাবে চেনেন জানেন তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালীর জনগন হল বিছিন্ন করা যাবে না। টুটুল ও সৈয়দ হাবিবুরকে দিয়ে বি.এন.পির কিছু নেতা কর্মীর নামে মিথ্যা মামলা করা হইয়াছে তাহা অবিলম্বে পত্যাহার করতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, আহমেদ আলী সিকদার, রেজাউল করিম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ইস্রাফিল মোল্যা, যুবদলের আহবায়ক শাহিন মোল্যা প্রমুখ।