নিজস্ব প্রতিবেদক ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জিয়া প্রজন্ম দলের নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় কলেজ রোডে অবস্থিত শ্রমিক ইউনিয়ন আলফাডাঙ্গা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান আবুল বাশার বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম খোশবুর রহমান খোকন। শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদ আলীর সভাপতিত্বে ও বি এনপি নেতা নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, নব গঠিত জিয়া প্রজন্ম দলের উপজেলা সভাপতি ইকরাম হোসেন, সহ-সভাপতি লিটন কাজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর সভাপতি রুবেল হোসেন, সহ সভাপতি লাকুম শেখ, সাধারণ সম্পাদক খোকন শেখ প্রমুখ। অনুষ্ঠানে নবগঠিত জিয়া প্রজন্ম দলের উপজেলা ও পৌর কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।