গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মৎস্য দপ্তর কর্তৃক পুরস্কৃত হলেন উপজেলার বিদ্যাধর গ্রামের তরুণ উদ্যোক্তা শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্তাধিকারী ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিন। তুহিনসহ তিন উদ্যোক্তর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীনসহ অতিথিবৃন্দ।
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এ স্লোগানে ৩১জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরুষ্কার বিতরন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা প্রনব পান্ডের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মনিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন মোল্লা, মহিলা ভাইচ চেয়ারম্যান আছিয়া খানম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বুড়াইচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা মৎস কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। উল্লেখ্য: ৩০ জুলাই থেকে আগামী ৫ আগষ্ট ২০২৪ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় হযরত শাহজালাল মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক তরুন উদ্যোক্তা তাজমিনউর রহমান তুহিনকে এ সম্মাননা প্রদান করেন। তরুণ উদ্যোক্তা শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্তাধিকারী ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিন বলেন,মৎস্য চাষ সম্প্রসারণ, দেশে আমিষের যোগান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিক জাতীয় অর্থনীতিতে রুপাুন্তরিত করতে হলে এক ফসলি, ডোবা ও কৃষি কাজে অব্যবহৃত জমা জমিতে নতুন করে ঘের তৈরি করতে হবে। এ ছাড়াও মৎস্য খাদ্য ও চিকিৎসার ঔষুধ পত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মৎস্য খাদ্যের উপর ভর্তুকি প্রদানসহ মৎস্য ও মৎস্য চিকিৎসার ঔষুধ পত্রের ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার এবং চাষীদের ব্লকের মত মাছ চাষের জন্য মৎস্য চাষীদের ভর্তুকি মুল্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন তাজমিনউর রহমান তুহিন।