গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ সেবায় অংশ নিন, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ আলফাডাঙ্গা এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার আলফাডাঙ্গা বাজার এজেন্ট শাখায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় আলফাডাঙ্গা এজেন্ট শাখার ইনচার্জ মোঃ মাহামুদুল হাসান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বোয়ালমারী শাখার অপারেশন ম্যানেজার মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক শিকদার, প্রভাষক মেহেরুল ইসলাম, বোয়ালমারী শাখার সিনিয়র অফিসার মোঃ আঃ রাজ্জাক। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।