নিজস্ব প্রতিবেদক ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইসকন নিষিদ্ধ ও আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের ফাঁসি এবং মসজিদ ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতা। ২ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। আলফাডাঙ্গা ক্বওমী ওলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওঃ তামিম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং ক্বওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাও আহসানুল্লাহ এর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতে ওলামায়, আলফাডাঙ্গা শাখার সভাপতি মাওঃ আমিনুল্লাহ সাহেব ,কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুব উদ্দিন ফরিদি, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, মাওঃ আবুল বাশার, আরও বক্তব্য দেন, মাওঃ আজিজুল্লাহ সাহেব। মাঃ আমিরুল ইসলাম, খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি মুফতি ইবাদত হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি, মুফতি শরিফুল ইসলাম, যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, মুফতি মুফতি আঃ করিম, মাও ইলিয়াস, আবু বকর। মাও সাফিউল্লাহ, মুফতি আশিকুর রহমান প্রমূখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলা বিভিন্ন অঞ্চলের থেকে আলেম উলামাদের পাশাপাশি সাধারণ মানুষও সমাবেশে মিছিল সহকারে অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের উসকে দিয়ে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এতে ভারতে বসে মদদ যোগাচ্ছে এদেশ শত্রুরা। ইসকনের অপতৎপরতা দেশকে অস্থিতিশীল করার চেষ্টারই অংশ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা বিষয়টি ও মসজিদ ভাঙচুর দেশে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস। আমরা শান্তিপ্রিয় মুসলমান, মুসলমানরা কখনো উস্কানিমূলক কথাবার্তা বলে না। বক্তারা অবিলম্বে উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা ও
চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদে গ্রেফতার করে ফাঁশি কার্যকর করার দাবি জানান।