নিজস্ব প্রতিবেদক ঃ
রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) আলফাডাঙ্গা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ঘটিকায় জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আরজেএফ আলফাডাঙ্গা উপজেলার সাবেক সাঃ সম্পাদক গোলাম আজম মনিরের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরজেএফ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা প্রেসক্লাব সাঃ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন , এমসি ইসলামিক ফাউন্ডেশন ও আরজেএফ কেন্দ্রীয় সদস্য তামিম আহমেদ, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা খাঁন আসাদুজ্জামান টুনু, আজিজুর রহমান দুলাল, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী রিয়াজ মুস্তাফিজ, কামরুল হক ভুইয়া, লায়েকুজ্জামান, হারুন অর রশীদ প্রমুখ। সভা শেষে সকল সদস্যের সম্মতিতে (বিনা প্রতিদিন্দ্বতায়) তামিম আহমেদ মিলন সভাপতি ও গোলাম আজম মনিরকে সাঃ সম্পাদক নির্বাচিত করা হয়।